kalerkantho

শুক্রবার । ২২ শ্রাবণ ১৪২৮। ৬ আগস্ট ২০২১। ২৬ জিলহজ ১৪৪২

বৃষ্টিতে ভেস্তে গেলো খেলা, কোহলির জন্য প্রার্থনায় আনুশকা

অনলাইন ডেস্ক   

১৯ জুন, ২০২১ ১৪:০৪ | পড়া যাবে ১ মিনিটেবৃষ্টিতে ভেস্তে গেলো খেলা, কোহলির জন্য প্রার্থনায় আনুশকা

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা  বিরাট কোহলির সফরসঙ্গী হয়ে ইংল্যান্ডে গিয়েছেন৷ শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের৷  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের খেলা ছিলো নিউজিল্যাণ্ডের সঙ্গে। কিন্তু বৃষ্টি সব লণ্ডভণ্ড করে দিয়েছে।  ওইদিন মাঠে উপস্থিত ছিলেন বিরাট পত্নী আনুষ্কা। চরম প্রতিকূল পরিস্থিতিতে নিজের সব রাগ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আনুশকা।

বৃষ্টির কারণে খেলা বাতিল হওয়ায় রাগে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিরাট পত্নী। লিখেছেন, রেইন রেইন গো এওয়ে, কামিং এগেইন আফটার ফাইভ ডেজ। একই ছড়া বা কবিতা শেয়ার করেছেন ইন্সটাগ্রামেও। টেস্ট ফাইনাল ম্যাচ পাঁচদিন পর শেষ হয়ে যাবে। এজন্য এমনটা লিখেছেন আনুষ্কা। এছাড়া তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতীয় ক্রিকেট দলের ছবিও পোস্ট করেছেন৷ এই ছবিতে গোটা দলের সঙ্গে কোচ রবি শাস্ত্রীও আছেন৷

খেলা শুরুর অনেক আগেই সাউদম্পটনে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়। এর জেরে প্রথম দিনের খেলা বাতিল করতে হয়েছে৷ এরফলে কোটি কোটি ক্রিকেট ফ্যান নিরাশ হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মনোভাব শেয়ার করেছেন।

 সাতদিনের সেরা