kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

হিজাব পরেও সমালোচনার শিকার

অনলাইন ডেস্ক   

৭ জুন, ২০২১ ১২:৪৩ | পড়া যাবে ২ মিনিটেহিজাব পরেও সমালোচনার শিকার

বিগ বস-৬ থেকে আসা অভিনেত্রী সানা খান বলিউডকে বিদায় জানিয়েছেন। এর পরই মুফতি আনাস সাইদকে বিয়ে করে ধর্মেকর্মে মনোযোগ দেন। এখন স্বামী-সংসার নিয়ে সুখের সংসার করেছেন সাবেক এই অভিনেত্রী। 

অভিনয় ছাড়লেও সমালোচনা তার পিছু ছাড়েনি। সানা খান একসময় ট্রোলড হতেন তার খোলামেলা পোশাকের জন্য। ধর্মের দোহাই দিয়ে অভিনেত্রীকে কাঠগড়ায় তুলতেন অনেকেই। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করলে কমেন্টে অনেকে এসে বলতেন, ‘একজন প্রকৃত মুসলিম কখনোই এ ধরনের শরীর দেখানো পোশাক পরে না।’

এখন হিজাব পরে ছবি দিয়েও ট্রোলের শিকার হচ্ছেন তিনি।  হিজাব পডরে নিজের একটি ছবি কিছুদিন আগেই ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ‘ওয়াজা তুম হো’, ‘জয় হো’ ছবির এই অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনে সানা লিখেছিলেন, ‘লোককে এত ভয় পেয়ে চলো কেন? তুমি কি এই আয়াত পড়োনি? ‘আল্লাহ জিসে চাহে ইজ্জত দেতে হে, অর আল্লাহ জিসে চাহে জিল্লাত দেতে হে… কাভি ইজ্জতো মে জিল্লত ছুপি হোতি হ্যায়, তো কাভি জিল্লতো মে ইজ্জত!’

অনেকেই সানার এই নতুন লুকের প্রশংসা করেছেন। হিজাবেও যে একজন নারী এত সুন্দর লাগতে পারে, তার উদাহরণ সানা খান, মনে করছেন অনেকেই। তবে সাবেক অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি  নেটিজেনরা। সেখানে একজন মন্তব্য করেন, ‘এত পড়াশোনা করে কী লাভ যদি হিজাব পরে বাকি জীবন কাটাতে হয়?’

যার উত্তরে অভিনেত্রী লেখেন, ‘ভাই আমরা যদি পর্দার পেছনে থেকে নিজের ব্যবসা চালিয়ে নিতে পারি সফলভাবে, এত ভালো শ্বশুরবাড়ি পাই, এত ভালো স্বামী পাই, তাহলে আর কী চাই! আর আল্লাহ আমাকে রক্ষা করছেন সমস্ত দিক থেকে। আলহামদুলিল্লাহ!’সাতদিনের সেরা