kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

যশকে নিয়ে ইনস্টাগ্রামে যা লিখলেন নুসরাত

অনলাইন ডেস্ক   

২ জুন, ২০২১ ১৫:১১ | পড়া যাবে ১ মিনিটেযশকে নিয়ে ইনস্টাগ্রামে যা লিখলেন নুসরাত

নুসরাতকে নিয়ে আলোচনা যেন থামছেই না। আবারও আলোচনার শীর্ষে নুসরাত জাহান ও যশ জুটি। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সেরা ডিজায়ারেবল নায়িকাদের মধ্যে তৃতীয় স্থান দখল করে নিয়েছেন অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। সেই সঙ্গে যশ দাশগুপ্ত এই একই সংবাদমাধ্যমের সেরা ডিজায়ারেবল নায়কদের মধ্যে প্রথম স্থান অধিকার করে নিয়েছেন।

অভিনেত্রী নিজের খবরের সঙ্গে যশের এই নতুন সম্মানের খবর তুলে ধরেছেন তার সোশ্যাল সাইটে এবং প্রকাশ্যেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।  নিখিল জৈনের সঙ্গে অনেক দিন ধরেই একসঙ্গে থাকছেন না নুসরাত। এই সম্পর্ক বিচ্ছেদের জন্য তৃতীয় যে ব্যক্তির নাম বারবার উঠে এসেছে তিনি হলেন যশ দাশগুপ্ত। 

সংবাদমাধ্যমের কাছে প্রকাশ্যে নিজের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও, কখনো নুসরাতের ইনস্টাগ্রামের স্টোরিতে আবার কখনো নুসরাতের ছবি ‘ডিকশনারি’র প্রিমিয়ারে উজ্জ্বল যশের উপস্থিতি লক্ষণীয়। সেই আলোচনায়  একবার ঘি ঢাললেন নুসরাত যশকে শুভেচ্ছা জানিয়ে। শুধু তা-ই নয়, অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দার্শনিক তত্ত্ব শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। লিখেছেন, নিজেকে ভালোবাসা দিয়েই শুরু হয় জীবনের অনেক কিছুর শেষ হওয়া।সাতদিনের সেরা