kalerkantho

শনিবার । ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮। ১২ জুন ২০২১। ৩০ শাওয়াল ১৪৪২

বরুণ ধাওয়ানের প্রিয় জেমসের গান

অনলাইন ডেস্ক   

৩১ মে, ২০২১ ১৭:৫১ | পড়া যাবে ২ মিনিটেবরুণ ধাওয়ানের প্রিয় জেমসের গান

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের প্রিয় গান কী, বিস্ময়কর হলেও সত্য যে বরুনের প্রিয় গান কোনো বলিউডের কোনো গায়কের গান নয়। প্রিয় গান হলো বাংলাদেশের একজন গায়কের গান। হ্যাঁ আসলেই তাই।

বরুণ ধাওয়ানের প্রিয় গানের তালিকায় বাংলাদেশের ব্যান্ড সংগীত ফারুক মাহফুজ আনাম জেমসের গান।

রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভক্তদের জন্য প্রশ্নোত্তর পর্ব শুরু করেন বরুণ ধাওয়ান। সেখানে এক ভক্ত এ অভিনেতার কাছে প্রশ্ন রাখেন, তাঁর প্রিয় গান কী? সেখানে বরুণ ধাওয়ানের একমাত্র গান হিসেবে উত্তর ছিল ‘ভিগি ভিগি’। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘গ্যাংস্টার’ সিনেমায় এই গানে কণ্ঠ দিয়েছিলেন বাংলাদেশের নগরবাউল ব্যান্ডের এই প্রধান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।

যেভাবে তৈরি হলেন আজকের জেমস

২০০৬ সালে গানটি প্রকাশের পর ভারতীয় উপমহাদেশের শ্রোতাদের কাছে তুমুল সাড়া ফেলেছিলেন জেমস। ময়ূর পুরীর কথায় গানটির সুর করেছিলেন প্রীতম চক্রবর্তী। অনুরাগ বসুর পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছিলেন ইমরান হাশমি, কঙ্গনা রনৌতসহ আরও অনেকে।

বরুণ হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। বরুণের বাবা হলেন চলচ্চিত্র পরিচালক ডেভিড ধাওয়ান। তিনি নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। এরপর ২০১০ সালে তিনি করণ জোহরের ড্রামা চলচ্চিত্র মাই নেম ইজ খান-এ সহকারী পরিচালকের কাজ করেন। ২০১২ সালে করণ জোহরের রোম্যান্টিক কমেডি ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এ বরুণ প্রথম অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এই ছবিতে অভিনয় করার জন্য তিনি বেস্ট মেল ডেব্যু বিভাগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন।

হাম্পটি শর্মা কি দুলহানিয়া (২০১৪) নামে একটি রোম্যান্স এবং এবিসিডি ২ (২০১৫) নামে একটি ড্যান্স চলচ্চিত্রে অভিনয় করে বরুণ ধবন বলিউডে নিজের কর্মজীবন প্রতিষ্ঠা করেন। দুটি ছবিই বিশ্বব্যাপী এক বিলিয়ন (US$১৩.৫ মিলিয়ন) ব্যবসা করেছিল। শ্রীরাম রাঘবনের ক্রাইম থ্রিলার বদলাপুর (২০১৫) চলচ্চিত্রে এক প্রতিহিংসকের চরিত্রে অভিনয় করে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর বিভাগে মনোনয় পান এবং সমালোচকদের প্রশংসা অর্জন করেন।সাতদিনের সেরা