kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

সজল-ফারিয়া শাহরিনের 'তোমায় আমায় মিলে'

অনলাইন ডেস্ক   

২৮ মে, ২০২১ ১২:৩২ | পড়া যাবে ২ মিনিটেসজল-ফারিয়া শাহরিনের 'তোমায় আমায় মিলে'

সংসার জীবনে অসংখ্য জটিল পথ। সে পথে পা চলে যায় না চাইলেও। ফারিয়া ও সজলের সুখের সংসারও সেভাবেই রচিত হয়েছিল। কিন্তু না সে সুখ দীর্ঘ সময় থাকেনি। 

আজ শুক্রবার রাত দশটায় মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে 'নাটক তোমায় আমায় মিলে।' এটি রচনা ও পরিচালনা তারেক রহমান। আর মুখু দুই চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন সজল।

তারেক রহমান বলেন, 'সজলক এখানে একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন। বৈবাহিক জীবন তাদের ভাল চলছিল।  হঠাৎ তাঁর পরিবারে মারণব্যাধি ক্যান্সার রোগ দেখা দেয় তার স্ত্রীর। গল্পটিতে স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন।' 

গল্পে দেখা যায়, শিক্ষকতা ও বউয়ের চিকিৎসা দুইটি বিষয় একসাথে করতে গিয়ে খুব হিমশিম খেতে হয় সজলকে। এই দিক থেকে বাড়িওয়ালার মেয়ে সীমা তাকে পছন্দ করে। সীমার ২ বছর আগে ডিভোর্স হয়েছিল। সীমা জানে সজলের স্ত্রীর ক্যান্সার হয়েছে, সে আর বাঁচবে না। তাই আশায় বুক বাঁধে। কারো ঘর পড়ে, কেউ বতাতে আলু পোড়ায়। কারো কপাল পোড়ে, কারো কপাল খোলে- কিন্তু আদতে কি তা হবে? সীমার সেই সুপ্ত আকাঙ্ক্ষা পূর্ণ হবে? 

এর উত্তর জানতে হলে আজ রাত ১০ টায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে চোখ রাখতে হবে।সাতদিনের সেরা