kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

নাগরিক টিভিতে ঈদের ৭ দিনে শাকিব খানের ১৮ সিনেমা

অনলাইন ডেস্ক   

১১ মে, ২০২১ ১৩:৫০ | পড়া যাবে ৩ মিনিটেনাগরিক টিভিতে ঈদের ৭ দিনে শাকিব খানের ১৮ সিনেমা

যথারীতি এবারের ঈদের জমকালো আয়োজন থাকছে নাগরিক টিভিতে। ঈদের ছুটি ও ঘরবন্দি জীবনের একঘেয়েমি কাটাতে নাগরিকের আয়োজন হতে পারে দর্শকদের জন্য বাড়তি পাওয়া। এবারের আয়োজনে থাকছে একাধিক বাংলা সিনেমা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক সিনেমার নায়ক শাকিব খান। দেশের এ জনপ্রিয় নায়কের ভক্তরা তার নানা বৈচিত্র্যপূর্ণ সিনেমা দেখতে পাবেন নাগরিক টিভিতে।
 
ঈদের দিন সকাল ১১টায় প্রচার হবে সিনেমা বিয়ে বাড়ি, অভিনয় করেছেন শাকিব-অপু-রুমানা। ঈদের দিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে সিনেমা মাই নেম ইজ খান, অভিনয় করেছেন শাকিব খান-সাহারা। ঈদের দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ সিনেমা তুমি স্বপ্ন তুমি সাধনা, অভিনয় করেছেন শাকিব খান-অপু বিশ্বাস।
 
ঈদের দ্বিতীয় দিন সকাল ১১টায় প্রচার হবে সিনেমা আমাদের ছোট সাহেব, অভিনয় করেছেন শাকিব খান-সাহারা। ঈদের ২য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে বিশেষ সিনেমা লাভ ম্যারেজ, অভিনয় করেছেন শাকিব খান-অপু। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ সিনেমা রাজা বাবু, অভিনয় করেছেন শাকিব খান-অপু বিশ্বাস। ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে সিনেমা স্বামীর সংসার, অভিনয় করেছেন শাকিব খান-অপু।
 
ঈদের তৃতীয় দিন সকাল ১১টায় প্রচার হবে ঈদের বিশেষ সিনেমা ফুল নেব না অশ্রু নেব, অভিনয় করেছেন শাকিব-শাবনূর-আমিন। ঈদের ৩য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে সিনেমা হিটম্যান, অভিনয় করেছেন শাকিব খান-অপু বিশ্বাস। ঈদের ৩য় দিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ সিনেমা হিরো দ্য সুপার ষ্টার, অভিনয় করেছেন শাকিব-ববি-অপু। ঈদের ৩য় দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদের সিনেমা টাকার চেয়ে প্রেম বড়, অভিনয় করেছেন শাকিব খান-অপু বিশ্বাস। 
 
ঈদের চতুর্থ দিন সকাল ৮টায় প্রচার হবে স্বপ্নের বাসর, অভিনয় করেছেন শাকিব-শাবনূর-রিয়াজ। ঈদের চতুর্থ দিন সকাল ১১টায় প্রচার হবে সিনেম সবার উপরে প্রেম, অভিনয় করেছেন শাকিব খান- ফেরদৌস। ঈদের ৪র্থ দিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ সিনেমা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-১, অভিনয় করেছেন শাকিব-জয়া-শুভ।
 
ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ সিনেমা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২, অভিনয় করেছেন শাকিব-জয়া-ইমন। 

ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ সিনেমা সবার ওপরে তুমি, অভিনয় করেছেন শাকিব-স্বস্তিকা।

ঈদের সপ্তম দিন সকাল ১১টায় প্রচার হবে বিশেষ সিনেমা মা আমার স্বগ, অভিনয় করেছেনর্  শাকিব খান-পূর্নিমা। ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩০ মিনিটে সিনেমা সন্তান আমার অহঙ্কার, অভিনয় করেছেন শাকিব খান-পূর্নিমা।


সাতদিনের সেরা