kalerkantho

সোমবার । ৭ আষাঢ় ১৪২৮। ২১ জুন ২০২১। ৯ জিলকদ ১৪৪২

মুক্তি পেল সাব্বির নাসিরের 'টান'

অনলাইন ডেস্ক   

১১ মে, ২০২১ ১২:৪১ | পড়া যাবে ২ মিনিটেমুক্তি পেল সাব্বির নাসিরের 'টান'

'আমারে দিয়া দিলাম তোমারে' খ্যাত কণ্ঠশিল্পী সাব্বির নাসির। এবার নন্দিত কবি অসীম সাহার কথামালায় লোকগান গাইলেন।

মুরাদ নূরের সুরে ও মুশফিক লিটুর সংগীতায়োজনে 'টান' শিরোনামের গানটি ১০ মে সাব্বির নাসিরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বাংলা সিনেমার খ্যাতনামা পরিচালক বদিউল আলম খোকন। মেঘনা, ব্রম্মপুত্রের কোলে এবং সোনারগাঁও এলাকায় নির্মিত আশিক চৌধুরী, শাকিলা পারভীনসহ নৃত্যশিল্পীরা এই মিউজিক্যাল ফিল্মে মডেল হিসেবে অভিনয় করেছেন।  

অনেক হিট ছবির পরিচালক বদিউল আলম খোকন গানটি নিয়ে বলেন, অনেক সুন্দর একটা গান 'টান'। আর গানের ভিডিও শুটিংয়ের অ্যারেঞ্জমেন্টে কোনো কমতি ছিল না। ফিল্মের গানের আয়োজনের মতো গানটির কাজ হয়েছে। গানের ভিডিওচিত্রের কাজে ক্যামেরায় ছিলেন সিনেমার চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু। সুন্দর চিত্রায়ন করেছেন তিনি। আমি চেষ্টা করেছি ভালো একটা কাজ উপহার দেবার। আশা করি, সুন্দর এই মিউজিক্যাল ফিল্মটি  সকলে পছন্দ করবেন।

গানের আরেক মডেল শাকিলা বলেন, প্রথমে এককথায় বলতে চাই গানটা সুন্দর। আর খোকন ভাই অসাধারণ মনের একজন মানুষ। শুটিং সেটে কাজ করতে গিয়ে সেটা বুঝেছি।  অনেক গুছিয়ে কাজটি করেছেন তিনি। আর সুন্দর লোকেশনে কাজটি হয়েছে। আশা করছি, সকলে গানটি পছন্দ করবেন।

'টান' শিরোনামের গানটির গায়ক সাব্বির নাসির বলেন, কবি অসীম সাহা আর বদিউল আলম খোকনের মতো দুজন গুণী ও ভালো মানুষের সাথে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। এর আগে বদিউল আলম খোকন পরিচালিত একটি সিমেমায় প্লে ব্যাকে কণ্ঠ দিয়েছিলাম। খুব কর্মঠ ও খুঁতখুঁতে মানুষ। লিটু ভাই ও মুরাদ নূরও অনেক পরিশ্রম করেছেন গানটির জন্য। আশা করছি লোকগানের শ্রোতা ও দর্শকদের গানটি ও মিউজিক্যাল ফিল্মটি ভালো লাগবে।সাতদিনের সেরা