kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছেন নার্গিস ফাকরি

অনলাইন ডেস্ক   

১১ মে, ২০২১ ১২:১৪ | পড়া যাবে ১ মিনিটেবয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছেন নার্গিস ফাকরি

রান্নাঘরে ভালোবাসার আত্মপ্রকাশ চলছে অভিনেত্রী নার্গিস ফাকরি এবং তাঁর সেফ বয়ফ্রেন্ড জাস্টিন স্যান্তোসের মধ্যে। সামাজিক মাধ্যমে 'ডেটিং নাইট'-এর একটি ভিডিও পোস্ট করেছেন নার্গিস।

সেখানে রান্না করছে তাঁর সেফ বয়ফ্রেন্ড আর অভিনেত্রী খাবার চেখে দেখতে ব্যস্ত। পাশাপাশি তাঁরা 'Clint Eastwood’s Mystic River' ছবিটি দেখছেন সেই ঝলক উঠে এসেছে ভিডিওতে। 

অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লেখেন, 'যখন সে রান্না করতে ভালোবাসে এবং তুমি খেতে'। ভিডিও পোস্টে জাস্টিনকে ট্যাগও করেছেন তিনি। আপাতত নিউ ইয়র্কে রয়েছেন নার্গিস। সেখান থেকে এই ভিডিও পোস্ট করেছেন। অভিনেত্রীর ভক্তরা তাঁর এই ভিডিও দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছে। নানা প্রশংসামূলক কমেন্ট করতে দেখা যায় কমেন্ট বক্সে।

২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে 'রকস্টার' ছবি দিয়ে বলিউডে অভিষেক করেন নার্গিস। 'মাদ্রাস ক্যাফে', 'ম্যায় তেরা হিরো' এবং 'আজহার'-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। গত বছর নেটফ্লিক্সে 'তোরবাজ' অভিনেত্রীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি।
হিন্দুস্তান টাইমস

বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছেন নার্গিস ফাকরি


সাতদিনের সেরা