kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

বিটিভিতে ‘ঈদ আড্ডা’য় তানভীর তারেকের সঙ্গে ৪ তারকা

অনলাইন ডেস্ক   

১০ মে, ২০২১ ১২:১৭ | পড়া যাবে ২ মিনিটেবিটিভিতে ‘ঈদ আড্ডা’য় তানভীর তারেকের সঙ্গে ৪ তারকা

ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচার হবে তানভীর তারেক এর উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’। ৪ জনপ্রিয় তারকাকে সাথে নিয়ে বিটিভির এই বিশেষ আয়োজনে থাকছেন ফাহমিদা নবী, এসআই টুটুল, চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা আইরিন।

৪০ মিনিটের এই ঈদ আড্ডায় গতানুগতিক কোনো প্রশ্ন ছিল না। বরং ঈদের এই আড্ডায় তারকারা এর আগে যা বলেননি যেসব বিষয় নিয়েই কথা বলেছেন। নিজেদের ডাকনাম, প্রথম পাসপোর্ট, বিদেশ ভ্রমণে বিব্রতকর অভিজ্ঞতা এসব নিয়ে কথা বলেছেন এ অনুষ্ঠানে।

ফাহমিদা নবী বলেন, তানভীরের অনুষ্ঠান বরাবরই একটা অন্যরকম আনন্দ দেয়। অনেক অব্যক্ত কথা উঠে আসে। এই ঈদ আড্ডাটাও তেমনই ছিল।

এসআই টুটুল বলেন, আমরা সবাই আগেই ঠিক করে রেখেছিলাম যে পুরনো কোনো প্রশ্নের আলাপ করব না। ঠিক সেভাবেই আড্ডাটি সাজিয়েছে তানভীর।

তানভীর তারেক বলেন, যেহেতু অগনিত টকশো বিভিন্ন মাধ্যমে সকলেই কথা বলেছেন এর আগে। তাই অনেক কথায় তারা বলে ফেলেন। আমার নিজেরও আগের অনেক অনুষ্ঠানে তারা এসেছেন। তাই সেই প্রশ্ন বা প্রসঙ্গগুলো রিপিট করে দর্শকদের বিরক্ত করতে চাইনি। আশা করছি আড্ডাটা দর্শকদের মনোযোগ কাড়বে।

কিছু প্রসঙ্গ আর গিটারে টুটুল-ফাহমিদার গান এভাবেই সাজানো আড্ডাটি বিটিভিতে ঈদের পরদিন রাত ৯টায় প্রচার হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাদিকুল নিয়োগী।সাতদিনের সেরা