kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

প্রবাসী ব্যান্ড ‘এস অ্যান্ড আর’ এর নতুন গান

অনলাইন ডেস্ক   

৯ মে, ২০২১ ১৩:২৪ | পড়া যাবে ১ মিনিটেপ্রবাসী ব্যান্ড ‘এস অ্যান্ড আর’ এর নতুন গান

বিশ্ব যখন করোনার তাণ্ডবে নাজেহাল। ঘরে থেকে যখন বিরক্ত হচ্ছিলেন তখনই সংগীত দিয়ে আটকে থাকা মানুষের মন চাঙা করার দায়িত্ব নেয় 'এস অ্যান্ড আর' ব্যান্ড। আর্টল্যাবের সঙ্গে যৌথ প্রযোজনায় বিভিন্ন সামাজিক মাধ্যমে লাইভ অনুষ্ঠান এর মধ্যেই যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটিতে সাড়া জাগিয়েছে। এবার ঈদে প্রবাসের জনপ্রিয় ব্যান্ড শোভন অ্যান্ড রাসেলের নতুন মৌলিক গান 'এই মন ফিরে পেতে চায়' আসছে।

সময়ের দাবি মেটাতে 'এস অ্যান্ড আর' ব্যান্ড এবং আর্টল্যাব নিয়ে আসল মনমাতানো সুরে, সফ্ট রক জনরার একটি মৌলিক গান। গানটিতে মডেল প্রবাসের জনপ্রিয় মডেল ম্যাডেলিন জেলচ ও ফারহান হোসাইন।

গানটি যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রিন্সটন ইউনিভার্সিটির প্রেক্ষাপটে চিত্রায়িত হয়েছে। গানটি কথা, সুর ও সিনেমাটোগ্রাফি করেছেন রাজীব রাসেল। গানটিতে অপূর্ব গিটার-ওয়ার্ক করেছেন বাংলাদেশের 'অর্থহীন' ব্যান্ডের সাবেক সদস্য 'অদ্ভুত সেই ছেলেটি' খ্যাত শোভন রহমান।

গানটির ভিডিওগ্রাফিতে ছিলেন হেলাল ও রিপন রহমান। রোমান্টিক কথা ও সুরে সফ্ট রক স্টাইলের গানটি ব্যান্ড সংগীত শ্রোতাদের বিশেষভাবে ভালো লাগবে।

আর্ট ল্যাব মিডিয়া প্রডাকশন্সের ইউটিউব চ্যানেলে গান মুক্তি দেওয়া হবে।সাতদিনের সেরা