kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

এবারের ঈদে ১৩ নাটকে আজম খান

অনলাইন ডেস্ক   

৯ মে, ২০২১ ১২:৫৪ | পড়া যাবে ১ মিনিটেএবারের ঈদে ১৩ নাটকে আজম খান

এবারের ঈদের জন্য নির্মিত একাধিক নাটকে অভিনয় করেছেন আজম খান। নাটকগুলোর মধ্যে রয়েছে ওয়াহিদ তারেকের 'মি. কে', মেহেদী হাসান জনির 'ডেঞ্জার বউ' ও 'ঘুম সোহেল', নূর ইমরান মিঠুর 'শহরে শহর' ও 'টুকরো রোদ', শাব্দিক শাহীনের 'মেঘলা দিনের কাব্য', মোস্তফা কামাল রাজের 'ফ্যামিলি এক্সপ্রেস' সিরিজের নাটক 'ব্রাদার অ্যান্ড সিস্টার', রাইসুল তমালের 'আমি প্রেম করব', নাজমুল রনির 'ব্যাকফায়ার', আলমগীর রুমানের 'পিলো হাজব্যান্ড', সকাল আহমেদের 'ভাড়ুয়া', পনির খানের 'সন্ধ্যা নামতে দেরি' ও মতিন সাগরের 'সিক্রেট মাফিয়া'। 

ঈদের ব্যস্ততা প্রসঙ্গে আজম খান বলেন, 'এ বছর ঈদের কাজ শুরু হয়েছিল বছরের শুরুতেই। করোনার কারণে লকডাউন শুরুর আগেই কয়েকটি কাজ শেষ করতে পেরেছি। আর কিছু কাজ হয়েছে, যেগুলো পরবর্তী সময়ে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে শুটিং করেছি। সবগুলো নাটকেই আমার চরিত্র ভালো ছিল। পর্দায় দেখার পর দর্শকের পছন্দ হবে বলেই আমার বিশ্বাস'।সাতদিনের সেরা