kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

শহিদের ওপর প্রকাশ্যেই ক্ষিপ্ত মীরা

অনলাইন ডেস্ক   

৯ মে, ২০২১ ১২:০৪ | পড়া যাবে ১ মিনিটেশহিদের ওপর প্রকাশ্যেই ক্ষিপ্ত মীরা

ক্ষুব্ধ শহিদপত্নী মীরা রাজপুত। স্বামী শহিদ কাপুরের ওপর রাগ করে পোস্ট দিলেন ইনস্টাগ্রামে। অনুরাগীদের কাছে জানতে চাইলেন, 'সব পুরুষই কি এ রকম?'

কী করেছেন শহিদ? ঘর অপরিচ্ছন্ন রাখার জন্য বিরক্ত মীরা। নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন নেটমাধ্যমে। ছবিই পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে।

দেখা যাচ্ছে, ঘরের মেঝের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক জোড়া সাদা মোজা আর এক জোড়া নীল জুতো। ধূসর কার্পেটে পড়ে রয়েছে সেগুলো। সত্যিই অপরিচ্ছন্ন লাগছে ঘরের মেঝে।

তাঁদের 'ঘর ঘর কি কাহানি'র ছবি মাঝে মধ্যেই ইন্টারনেটে প্রকাশ করেন মীরা। কন্যা মিশা এবং পুত্র জেইনকে নিয়ে তাঁদের সংসারের খুঁটিনাটির দিকে চোখ থাকে নেটিজেনদের।সাতদিনের সেরা