kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

‘এটা এমন কিছুই নয়, সাধারণ ফ্লু’, করোনা আক্রান্ত হয়ে বললেন কঙ্গনা

অনলাইন ডেস্ক   

৮ মে, ২০২১ ১২:৪৮ | পড়া যাবে ১ মিনিটে‘এটা এমন কিছুই নয়, সাধারণ ফ্লু’, করোনা আক্রান্ত হয়ে বললেন কঙ্গনা

এবার করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশে যাওয়ার আগেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে কঙ্গনার। শনিবার নিজেই ইনস্টাগ্রামে এ খবর জানিয়েছেন।

কঙ্গনা বলেন, 'বেশ কয়েকদিন ধরেই দুর্বলতা অনুভব করছিলাম। আমার চোখ জ্বালা করছিল। হিমাচল প্রদেশে যাওয়ার আগে কভিড টেস্ট করিয়েছিলাম। আর আজ রিপোর্ট পজিটিভ এসেছে'। কঙ্গনা আরো লিখেছেন, 'আমি তো জানতামই না ভাইরাসটা আমার শরীরে আছে। তবে আমি খুব দ্রুত ভাইরাসকে ধ্বংস করব। এটা এমন কিছুই নয়। একটা সাধারণ ফ্লু। তাই আপনারা যত ভয় পাবেন, এটা আপনাদের তত ভয় পাওয়াবে'। সংবাদমাধ্যম এই ভাইরাস নিয়ে অহেতুক বাড়াবাড়ি করছে বলেও মত কঙ্গনার।

এই মুহূর্তে বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন বিতর্কিত এই অভিনেত্রী। করোনাভাইরাসকে অযথা হাইলাইট করার জন্যই মানুষ আতঙ্কিত হচ্ছে বলে মন্তব্য তার। সাতদিনের সেরা