kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

শুভসংঘের ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো থিম সং

অনলাইন ডেস্ক   

৫ মে, ২০২১ ১৬:৩০ | পড়া যাবে ১ মিনিটেশুভসংঘের ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো থিম সং

'হাত বাড়ালেই বন্ধু হব, পা বাড়ালেই হবো সাথী'- এমন কথার মধ্যেই প্রকাশ হলো কালের কণ্ঠ শুভসংঘের একাত্মতা।  সম্প্রতি জাতীয় দৈনিক কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘের সব সাংস্কৃতিক কর্মকাণ্ড সংরক্ষণের জন্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবে একটি চ্যানেল খোলা হয়েছে। যেখানে অবমুক্ত করা হয়েছে শুভসংঘের অফিশিয়াল থিম সং। 

অমিতাভ দাশ হিমুনের কথামালায় সুর করেছেন রিপন চৌধুরী। সংগীত আয়োজন করেছেন জিয়াউল হক লিপু। আর এতে কণ্ঠ দিয়েছেন লিপু, জিয়াউল হক, লুবাবা ও তুলি হক।

শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, মূলত সারা দেশের শুভসংঘের সদস্যদের সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে একটি প্ল্যাটফরমে রাখার জন্যই এই ইউটিউব চ্যানেল খোলার উদ্যোগ নিয়েছি। এখানে সদস্যরা তাদের সৃজনশীল কর্মকাণ্ড ও প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন বলে আমার ধারণা। এ ছাড়া সাংগঠনিক উল্লেখযোগ্য কর্মকাণ্ড এই চ্যানেলে আর্কাইভ হিসেবে থেকে যাচ্ছে।সাতদিনের সেরা