kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

মনি চৌধুরীর গান 'লাশ'

অনলাইন ডেস্ক   

৩ মে, ২০২১ ১৭:১৭ | পড়া যাবে ১ মিনিটেমনি চৌধুরীর গান 'লাশ'

প্রকাশিত হলো কণ্ঠশিল্পী মনি চৌধুরীর একক গান লাশ। সম্প্রতি গানের একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। এতে রিয়াল ও মনি মডেল হয়েছেন। 

'জিন্দা থাকতে মানুষ বলে মইরা গেলে লাশ, কফিন লোবান সাথে যাইবধ জংলার বাঁশ' এমন কথায় সুর দিয়েছেন মনি নিজেই। এছাড়াও গানের কথাও মনি চৌধুরী লিখেছেন সংগীত আয়োজন করেছেন সজিব দাশ। গাজীপুরের পূবাইলে গানের চিত্রায়ণ হয়েছে। 

গান প্রসঙ্গে মনি চৌধুরী বলেন, 'জীবনের মর্মভেদী কিছু বিষয় আছে, যা বাক্যে বাক্যে খাপছাড়া লাগে আবার সুরারোপ করলে সেসব অর্থময় হয়ে ওঠে। লাশ গানটি এমনই একটি গান, জীবনকে নতুনভাবে চেনাবে; বেঁচে থাকার নতুন অর্থ তৈরি করবে বলে আমি মনে করছি।' 

গানের মিউজিক ভিডিওপরিচালনা করেছেন রাজু আহমেদ। ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবের পাম্মি মাল্টিমিডিয়া নামের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়েছে।

এ ছাড়াও কয়েকটি নতুন গানের প্রস্তুতি নিচ্ছেন মনি চৌধুরী। ঈদের পরে গানগুলো মুক্তি পাবে বলে জানিয়েছেন শিল্পী। সাতদিনের সেরা