kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

রুদ্রনীলকে লিখলেন ভাস্কর

'আমি মিচকে শয়তান হতে পারি, কিন্তু তোর মতো ধান্দাবাজ নই'

অনলাইন ডেস্ক   

৩ মে, ২০২১ ১৬:৪৪ | পড়া যাবে ২ মিনিটে



'আমি মিচকে শয়তান হতে পারি, কিন্তু তোর মতো ধান্দাবাজ নই'

সামাজিক মাধ্যমে অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীলের ওপর একরাশ ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে ফেসবুক পোস্টে নাম তুলে রুদ্রনীলকে টার্গেট করে ভাস্কর লেখেন, ‘২০০৭ সালে তুই সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছিলি আমি মিচকে শয়তান। হতে পারে তোর চোখে আমি তাই কিন্তু আমি এতদিন একটা কথাও মিডিয়াতে তোর বিরুদ্ধে বলিনি। আমি আজ বলি, আমি আর যাই হই তোর মতো ধান্দাবাজ নই। তুই তো বড় মাপের অভিনেতা, কিন্তু জানিস তো অভিনেতা হোস বা নেতা আগে ভালো মানুষ হতে হয়। নাহলে লোকের মনোরঞ্জন বা মানুষের জন্য কাজ করবি কি করে? তুই হেরে গিয়ে একদিকে তোর জন্য মঙ্গল হয়েছে... আত্মপলব্ধি কর। ভালো মানুষ হয়ে ওঠ... দেখবি নিজেকেই নিজের ভাল লাগবে। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ প্রিয়’।

প্রসঙ্গত, ১৪ বছর আগে দেবাংশু সেনগুপ্তের পরিচালনায় একটি টেলিফিল্ম রুদ্রনীলের সঙ্গে কাজ করেছিলেন অভিনেতা ভাস্কর। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভাস্করের কটাক্ষ, ‘আমার সঙ্গে মাত্র একটি কাজ করেই রুদ্রনীল বুঝে গিয়েছিলেন আমি মিচকে শয়তান। সে কথা তিনি সংবামাধ্যমে জানিয়েছেন।’ সেই সময় যেমন অভিনেতা বিষয়টি নিয়ে নাড়াচাড়া করেননি। একুশে বিজেপি প্রার্থী হিসেবে রুদ্রনীলের পরাজয়ের পরই মুখ খোলেন ভাস্কর।

রবিবার একুশের বিধানসভার ফলাফল ঘোষণা হতেই সামাজিক মাধ্যমে নজরে আসছে একের পর এক পক্ষে-বিপক্ষে পোস্ট। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে তৃণমূল। শাসক দলের জয়ের পর থেকে সেলেবকুলও নানা পোস্টের মাধ্যমে নজর কেড়েছেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ‘শিল্পীদের রগড়ে দেওয়া’ প্রসঙ্গ তুলে কটাক্ষ করতে দেখা যায় স্বস্তিকা, পরমব্রত, দেবলীনা কুমাকে। বাদ যাননি অন্যান্য তারকারাও।

অভিনেতা  ভাস্বর চট্টোপাধ্যায়তো গোটা একটা কবিতা লিখে ফেলেছেন। দিলীপ ঘোষকে ‘জেঠু’ তকমা দিয়ে তিনি লেখেন, ‘দিলীপ জেঠু, দিলীপ জেঠু তোমার বাড়ি যাব…দিলীপ জেঠু তুমি কি আর আমাদের কথা ভাব?’ তিনি আরো লিখেছেন, “… ভ্যানে বসে প্রচার করেছ এসি’র হাওয়া তলে, ভেবেছিলে বাংলা তুমি নেবে এক আঙুলে তুলে…আমি যে এক ভোটার ওগো আমি যে এক শিল্পী, বলেছিলেন রগড়ে মোদের বানিয়ে দেবেন কুলফি.... রাতে এখন ঘুমতে যাই অপার শান্তিতে, তোমার দেখা আর পাবোনা এই বাংলার জমিতে’। হিন্দুস্তান টাইমস



সাতদিনের সেরা