kalerkantho

শুক্রবার । ২৪ বৈশাখ ১৪২৮। ৭ মে ২০২১। ২৪ রমজান ১৪৪২

মুক্তি পেয়েছে ‘রাধে’র নতুন গান, এবার সালমানের সঙ্গে ঝড় তুললেন জ্যাকলিন

অনলাইন ডেস্ক   

১ মে, ২০২১ ১১:৩৭ | পড়া যাবে ১ মিনিটেমুক্তি পেয়েছে ‘রাধে’র নতুন গান, এবার সালমানের সঙ্গে ঝড় তুললেন জ্যাকলিন

'সিটি মার'-এর পর এবার মুক্তি পেয়েছে সালমান খানের সিনেমা 'রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' এর নতুন গান 'দিল দে দিয়া'। এ গানে সালমানের সঙ্গে ঝড় তুলেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে গানটির একটি টিজার শেয়ার করে সালমান জানিয়েছিলেন, শুক্রবারই মুক্তি পাবে গানটি।

'সিটি মার' এরই মধ্যে দেখে ফেলেছেন ৬ কোটির বেশি মানুষ। দিশা পাটানি ও সালমানের দুরন্ত নাচ মাত করেছে দর্শকহৃদয়। এখন শুধু অপেক্ষা সিনেমাটি মুক্তির।

আগামী ১৩ মে ঈদের দিন মুক্তি পাবে 'রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' বহুল কাঙ্ক্ষিত এই সিনেমাটি। আপাতত গানে গানে শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। করোনা আবহে সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম 'জিপ্লেক্স'-এও দেখা যাবে ছবিটি। সিনেমায় সালমান ও দিশা ছাড়াও দুই সুপারস্টার রণদীপ হুদা ও জ্যাকি শ্রফকে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন প্রভু দেবা।সাতদিনের সেরা