kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

ভুলেই গিয়েছিলেন মীম

অনলাইন ডেস্ক   

৩০ এপ্রিল, ২০২১ ১৪:৩২ | পড়া যাবে ২ মিনিটেভুলেই গিয়েছিলেন মীম

ফিল্মে ব্যস্ত হওয়ার পর নাটকে অভিনয় করছেন না বিদ্যা সিনহা মীম। তা-ও বেশ কয়েক বছর হলো। নতুন খবর হলো, ফের টিভি নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে। ঈদের বিশেষ নাটক হিসেবে প্রচার হবে তার অভিনীত নাটক 'দুষ্টু মিষ্টি প্রেম'। এতে তিনি অভিনয় করেছেন এফ এস নাঈমের বিপরীতে। সালেহ আহমদের গল্পে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ খান। 

এমন খবরে মীম বলেন, ঈদে আমার অভিনীত নাটক প্রচার হবে এমন খবর জানতে অনেকেই ফোন দিয়েছেন। নতুন কাজের ব্যাপারেও এত ফোন পাইনি। 'দুষ্টু মিষ্টি প্রেম' নাটকটির কথা ঠিকমতো মনেও নেই। যত দূর মনে পড়ে, এটি রোমান্টিক প্রেমের গল্প। সম্ভবত সাত বছর আগে কাজ করেছিলাম। সেটি যে এত দিন প্রচার হয়নি, জানতাম না।

ঈদের ষষ্ঠ দিন নাগরিক টেলিভিশনে রাত ৯টায় প্রচার হবে নাটকটি। বর্তমান করোনা পরিস্থিতির কারণে শোবিজ অঙ্গনে বহু শিল্পীই কাজ বন্ধ রেখেছেন। সে তালিকায় রয়েছেন অভিনেত্রী মীমও। চলমান লকডাউন শুরুর আগে থেকেই তিনি শুটিং বন্ধ রেখেছেন। পরিবারের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বাসায় অবস্থান করছেন। ঘরে থাকা এই সময়গুলোতে বসে নেই মীম। মনোযোগ দিয়েছেন শরীরচর্চায়।

পাশাপাশি নতুন কাজের পরিকল্পনাও করছেন তিনি। লকডাউন শেষ হলেই একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেবেন। এটি ঈদে প্রচার হবে।সাতদিনের সেরা