kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

করোনায় আক্রান্ত শুভশ্রী

অনলাইন ডেস্ক   

২০ এপ্রিল, ২০২১ ১৭:০৭ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আক্রান্ত শুভশ্রী

চিত্রনায়ক জিৎ- এর করোনায় আক্রান্ত হওয়ার খবরের পর আজ দুপুরে একই খবর জানালেন কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী মহামারীর মতো ছড়িয়ে পড়া করোনায় আক্রান্ত হয়েছেন। 

অভিনেত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। ফেসবুকের এক বিবৃতিতে শুভশ্রী গাঙ্গুলি জানিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার বাচ্চা সুস্থ আছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। 

শুভশ্রী ২০১৮ সালের ১১ মে কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। গেল বছরের ১২ সেপ্টেম্বর পুত্রসন্তান আসে এই দম্পতির কোলে। ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘নবাব’ ও ‘চালবাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি।সাতদিনের সেরা