kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৭ রমজান ১৪৪২

করোনায় মারা গেলেন শফিউজ্জামান খান লোদী

অনলাইন ডেস্ক   

১৮ এপ্রিল, ২০২১ ১৫:১৫ | পড়া যাবে ১ মিনিটে করোনায় মারা গেলেন শফিউজ্জামান খান লোদী

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র শফিউজ্জামান খান লোদী করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। রবিবার সকাল সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনা শনাক্ত হওয়ার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন শফিউজ্জামান খান লোদী। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিক্যালে ভর্তি করা হয় গুণী এই মানুষকে। সেখানে গত চার দিন আইসিইউতে করোনার সাথে লড়াই করে হেরে গেলেন তিনি। আজ রবিবার বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর মসজিদে জানাজা শেষে শফিউজ্জামান খান লোদীকে সমাহিত করা হবে।

চলচ্চিত্র সাংবাদিকতার পাশাপাশি শফিউজ্জামান খান লোদী বেতার ও টিভির জনপ্রিয় উপস্থাপক ছিলেন। দীর্ঘদিন চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান 'আমার ছবি'র উপস্থাপকের দায়িত্ব পালন করেন।সাতদিনের সেরা