kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৭ রমজান ১৪৪২

করোনা আক্রান্ত ভারতের করোনাকালের শীর্ষ নায়ক

অনলাইন ডেস্ক   

১৭ এপ্রিল, ২০২১ ১৬:০৯ | পড়া যাবে ১ মিনিটেকরোনা আক্রান্ত ভারতের করোনাকালের শীর্ষ নায়ক

করোনা আক্রান্ত হলেন ভারতের করোনাকালের শীর্ষ নায়ক সোনু সুদ। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এই কথা জানান। নিজেকে ঘরেই আইসোলেশনে রেখেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানা গেছে। 

সোনু সুদ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লেখেন, ‘আপনাদের সকলকে জানাচ্ছি আজ সকালে আমার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। সমস্ত বিধি মেনে এরই মধ্যে আমি নিজেকে আইসোলেশনে রেখেছি এবং নিজের যত্ন রাখছি। তবে চিন্তা করবেন না। এই সময়ের মধ্যেই আপনাদের সমস্যাগুলো সমাধান করব। মনে রাখবেন আমি সব সময় আপনাদের সকলের পাশে আছি।’

করোনার প্রথম থেকে সমাজসেবা করছেন সোনু। করোনা আক্রান্তের চিকিৎসা থেকে শ্রমিকদের বাড়ি ফেরানো, অসহায়দের পাশে দাঁড়ানো, সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি পঞ্জাব সরকার তাঁকে টিকাকরণ অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করেন।

সূত্র: জি-নিউজ।সাতদিনের সেরা