kalerkantho

বৃহস্পতিবার । ২৩ বৈশাখ ১৪২৮। ৬ মে ২০২১। ২৩ রমজান ১৪৪২

বনানী কবরস্থানে নেওয়া হয়েছে কবরীকে

অনলাইন ডেস্ক   

১৭ এপ্রিল, ২০২১ ১৩:৪৪ | পড়া যাবে ১ মিনিটেবনানী কবরস্থানে নেওয়া হয়েছে কবরীকে

বনানী কবরস্থানে নেওয়া হয়েছে বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীকে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানের লেক রোডের বাসা থেকে বনানী কবরস্থানে নেওয়া হয় তার মরদেহ। সেখানে জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। এর পরেই সমাহিত হবেন উজ্জ্বল এই নক্ষত্র।

এর আগে সকালে কবরীর ছেলে শাকের চিশতী জানিয়েছিলেন, দুপুর ১২টার দিকে বাসায় নেওয়া হবে সারাহ বেগম কবরীকে। সেখানে ৩০ মিনিট রাখা হবে তাকে। পরে বাদ জোহর তার মরদেহ নেওয়া হবে বনানী কবরস্থানে। সেখানেই হবে তার জানাজা। এরপর গার্ড অব অনার প্রদান শেষে সমাহিত করা হবে।

গত ৫ এপ্রিল অভিনেত্রী কবরীর শরীরে করোনা শনাক্ত হয়। ওই রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষপর্যন্ত তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়েছিল।সাতদিনের সেরা