kalerkantho

বৃহস্পতিবার । ২৩ বৈশাখ ১৪২৮। ৬ মে ২০২১। ২৩ রমজান ১৪৪২

করোনা টিকা নেওয়ার পরেই হৃদরোগে আক্রান্ত

হাসপাতালে অভিনেতা বিবেক, অবস্থা আশঙ্কাজনক

অনলাইন ডেস্ক   

১৭ এপ্রিল, ২০২১ ০৯:৩৪ | পড়া যাবে ১ মিনিটে হাসপাতালে অভিনেতা বিবেক, অবস্থা আশঙ্কাজনক

হৃদরোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি জনপ্রিয় তামিল অভিনেতা বিবেক। চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ।

উল্লেখ্য, গতকাল ওমানদুরার সরাকরি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নেন তিনি। শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভব করেন। হার্ট অ্যাটাক হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেতার ব্যক্তিগত জনসংযোগ কর্তৃপক্ষ জানায়, সকালে হঠাৎই জ্ঞান হারান বিবেক। জ্ঞান ফিরে বর্তমানে কিছুটা সুস্থ তিনি। চিকিৎসকেরা তার শরীরে এনজিওগ্রাম করবেন।

বৃহস্পতিবারই বেসরকারি হাসপাতালের বদলে সরকারি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিয়ে অনুরাগীদের কাছে প্রশংসা কুড়ান অভিনেতা। ভ্যাকসিন নিয়ে সংবাদমাধ্যমকে জানান,  ভ্যাকসিন নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। কভিড-১৯ ভ্যাকসিন নেওয়া যে সুরক্ষিত তা বোঝাতেই আমি টিকা নিলাম। হাসপাতালের দরজা সবার জন্য খোলা, সেই বার্তা পৌঁছে দিতেই এখানে আসা। একই সঙ্গে সকলকে কভিড বিধি মেনে চলার অনুরোধ জানান অভিনেতা।
সূত্র : জি নিউজ

 সাতদিনের সেরা