kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

থমকে গেল বলিউড

অনলাইন ডেস্ক   

১৫ এপ্রিল, ২০২১ ১৬:২৮ | পড়া যাবে ১ মিনিটেথমকে গেল বলিউড

বন্ধ হলো শাহরুখের 'পাঠান', সলমানের 'টাইগার ৩' এবং প্রভাসের 'আদিপুরুষ' ছবির শুটিং। করোনা পরিস্থিতিতে মহারাষ্ট্রে ১৪৪ ধারা জারি করেছে উদ্ধব ঠাকরে সরকার। ফিরেছে জনতা কার্ফুর স্মৃতি। যার ফলে ফের থমকে গেছে বলিউড।

চলতি মাসের ১৩ এবং ১৪ তারিখ পাঠান ছবির শুটিং বন্ধ রাখা হয়েছিল। সূত্র মারফত জানা গিয়েছিল, এক ক্রু সদস্যের করোনা পজিটিভ হওয়ার পরেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও টিমের তরফ থেকে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এদিকে ক্যাটরিনা কাইফ কোভিড আক্রান্ত হওয়ার পর থেকেই টাইগার ৩ এর শুটিং করার ক্ষেত্রেও বিড়ম্বনা সৃষ্টি হয়েছিল। যদিও আদিপুরুষ ছবির শুটিং দ্রুতগতিতেই চলছিল বলে জানা গিয়েছে।

তবে শুধু ওই তিনটি ছবি নয়। বলিউডের ছোট, বড়, মাঝারি সব প্রজেক্টেই ফের থাবা বসিয়েছে করোনা। বছরব্যাপী লকডাউনের পর, এমনিতেই প্রচুর ছবির শুটিং আটকে গিয়েছিল। সিনেমা হলের ঝাঁপ বন্ধ থাকার কারণেও ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল প্রযোজকদের। যে কারণে ওটিটি কিংবা লকডাউন ফিল্মসের উপর জোর দেওয়া হচ্ছিল। এইসময়সাতদিনের সেরা