kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

ছোটবেলায় ভাইকে হারানোর কথা জানালেন কঙ্গনা

অনলাইন ডেস্ক   

১৩ এপ্রিল, ২০২১ ১২:০৪ | পড়া যাবে ১ মিনিটেছোটবেলায় ভাইকে হারানোর কথা জানালেন কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলি আর ভাই অক্ষতকে এখন কমবেশি সবাই চেনেন। তবে সম্প্রতি কঙ্গনার আরো এক ভাইয়ের কথা সামনে এনেছেন যাকে ছোটবেলায় হারিয়েছেন এই তারকা।

গত ১০ এপ্রিল ছিল সিবলিংস ডে। ওই দিন অনেক তারকাকেই সোশ্যাল মিডিয়ায় ভাইবোনের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। কঙ্গনাও দিদি রঙ্গোলি, ভাই অক্ষতের সঙ্গে তার দাদা ঠাকুর ইন্দ্র সিং এবং ঠাকুরদার ছবি পোস্ট করেন। তার সঙ্গে কঙ্গনা জানান, তাদের আরো একজন ভাই ছিলেন, যে তাদের আগেই পৃথিবীতে এসেছিল। তবে ছোটতেই কোনো কারণে তার মায়ের সেই সন্তানের মৃত্যু হয়।

খুব শিগগিরই জয়ললিতার বায়োপিক 'থালাইভি'তে দেখা যাবে কঙ্গনাকে। তবে করোনার প্রকোপে আপাতত সেই সিনেসার মুক্তি পিছিয়েছে।সাতদিনের সেরা