kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

ইন্দ্রনীল ও সায়ন্তনীর কাণ্ড দেখে হেসে খুন!

অনলাইন ডেস্ক   

১২ এপ্রিল, ২০২১ ১৩:০৪ | পড়া যাবে ১ মিনিটেইন্দ্রনীল ও সায়ন্তনীর কাণ্ড দেখে হেসে খুন!

টেলিভিশনে একাধিক ধারাবাহিকে অভিনয়ের কারণে ইন্দ্রনীল মল্লিক ও সায়ন্তনী সেনগুপ্ত দুজনেই বেশ পরিচিত মুখ। দুমাস আগে, গত ১৪ ফেব্রুয়ারি, সাতপাকে বাঁধা পড়েছিলেন ইন্দ্রনীল-সায়ন্তনী। কিন্তু বিয়ের দু'মাস যেতে না যেতেই একী কাণ্ড ঘটালেন ইন্দ্রনীল! সদ্য বিবাহিতা স্ত্রীকেই থাপ্পড় কষালেন অভিনেতা!

সায়ন্তনী নাকি ইন্দ্রনীলের কথার মাঝে কথা বলেছেন, আর তাতেই বেজায় চটে যান অভিনেতা। কিন্তু তাই বলে থাপ্পড়? আরে না, অবাক হওয়ার কিছুই নেই। সবটাই হয়েছে মজার ছলে ইনস্টাগ্রাম রিল ভিডিওতে। সেখানেই 'পেয়ার কা ঝটকা' কেমন হয় সেটা বুঝিয়েছেন সায়ন্তনী-ইন্দ্রনীল। তাঁদের কাণ্ডে না হেসে পারছেন না নেটিজেনরা। 

প্রসঙ্গত, 'বধূবরণ','মিলন তিথি', 'ক্ষীরের পুতুল','জয়ী', র মত ধারাবাহিকে অভিনয় করেছেন সায়ন্তনী সেনগুপ্তকে। অন্যদিকে 'ত্রিনয়নী' ধারাবাহিকের মুখ ইন্দ্রনীল মল্লিক। এখন এই সায়ন্তনী-ইন্দ্রনীলকে জি বাংলার দুটি ভিন্ন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। সায়ন্তনী কাজ করছেন 'কি করে বলব তোমায়' ধারাবাহিকে, আর ইন্দ্রনীল 'রিমলি'তে। সাতদিনের সেরা