kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

প্রথম দেখায় পত্রলেখাকে বিয়ে করতে চেয়েছিলেন রাজকুমার

অনলাইন ডেস্ক   

১০ এপ্রিল, ২০২১ ১৩:০৮ | পড়া যাবে ১ মিনিটেপ্রথম দেখায় পত্রলেখাকে বিয়ে করতে চেয়েছিলেন রাজকুমার

রাজকুমার রাও এবং পত্রলেখা। ইন্সটাগ্রাম জুড়ে তাদের নানা ছবি ও ভিডিও। তাদের প্রেমের কথা নতুন করে বলার কিছু নেই। একসঙ্গে কাজ করার অনেক আগে থেকেই তারা চিনত একে অপরকে। কিন্তু প্রশ্ন হলো কীভাবে।  সেই প্রশ্নের উত্তর দিন কয়েক আগে একটি সাক্ষাৎকারে দিয়েছেন পত্রলেখা।

অভিনেত্রী পত্রলেখা জানিয়েছেন, রাজকুমারকে তিনি দেখেছিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘লাভ সেক্স অউর ধোকা’ সিনেমায়। সেখানে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার। পত্রলেখা ভেবেছিলেন, বাস্তবেও রাজকুমার তার পর্দার চরিত্রের মতোই। রাজকুমার অবশ্য পত্রলেখাকে দেখেছিলেন একটি বিজ্ঞাপনে। তাকে দেখে এতই মুগ্ধ হয়েছিলেন যে, তখনই পত্রলেখাকে বিয়ে করবেন বলে ঠিক করে ফেলেছিলেন।

২০১৪ সালে হনসল মেহতার ‘সিটি লাইটস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন রাজকুমার এবং পত্রলেখা। দু’জনের অভিনয় প্রশংসিত হয়েছিল সেই সময়। এর পরে ২০১৭ সালে ‘বোস: ডেড/অ্যালাইভ’ ওয়েব সিরিজে কয়েকটি দৃশ্যে ফের একসঙ্গে দেখা যায় এই জুটিকে। সম্প্রতি মুক্তি পেয়েছে রাজকুমার অভিনীত ‘রুহি’। এই সিনেমায় অভিনেতার বিপরীতে দেখা গিয়েছিল জাহ্নবী কপুরকে।সাতদিনের সেরা