kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

ভোটের প্রচারে গিয়ে সবজি কিনলেন নুসরাত

অনলাইন ডেস্ক   

৫ এপ্রিল, ২০২১ ১০:৩৫ | পড়া যাবে ২ মিনিটেভোটের প্রচারে গিয়ে সবজি কিনলেন নুসরাত

অভিনেত্রী সত্তার তুলনায় এখন তৃণমূল সাংসদের ভূমিকা বেশি। ভোটের আবহে জেলায় জেলায় ঘুরে দলের প্রার্থীদের হয়ে প্রচার করছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। আবার রান্নাঘরের খেয়ালও রাখছেন। তাই তো বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের হয়ে প্রচার সেরেই বাজার করতে নেমে পড়েন রাস্তায়। দিব্যি আলু, পটল, শাকসবজির দরদাম করেন। জুতসই সবজি কিনে আবার বাড়িতেও নিয়ে যান অভিনেত্রী-সাংসদ। 

গত বৃহস্পতিবার রত্না চট্টোপাধ্যায়ের হয়ে রোড শো করেন নুসরাত। বাদামি-কালোর কম্বিনেশনে শাড়ি পরেছিলেন অভিনেত্রী।
তাতেই গ্ল্যামারের ছটা ঠিকরে পড়ছিল। হাসিমুখে কখনও হাত জোড় করে, কখনও আবার হাত নেড়ে অভিবাদন জানান বেহালা পূর্বের মানুষদের। দলের প্রার্থীর হয়ে ভোট কামনা করেন। অনুরাগীর দেওয়া মালা ভালেঅবাসে গলায় পরে নেন। 

প্রচার সেরে ফেরার পথে রাস্তার পাশে বসা সবজি বিক্রেতাকে দেখেই গাড়ি থেকে নেমে পড়েন বসিরহাটের সাংসদ। পটল, ঝিঙা, কুমড়ো, শসা, টমেটোর পাশাপাশি নানা ধরনের শাক নিয়ে বসেছিলেন বিক্রেতা। নিরাপত্তা রক্ষীকে পাশে রেখে সবজি বাছতে শুরু করে দেন তারকা। এমনই দু’টি ছবি আপলোড করা হয়েছে নুসরাতের ফ্যান পেজ থেকে। 

একটি ছবিতে শাক কিনতেও দেখা যায় নুসরাতকে। নায়িকার ঘর ও বাহির সামলানোর দক্ষতায় মুগ্ধ অনেকেই। কমেন্টবক্স ভরে গিয়েছে প্রশংসায়। ‘যে রাঁধে সে চুলও বাঁধে’- ছবিগুলি ভাইরাল হওয়ার পর বসিরহাটের সাংসদের হয়ে এমন কথাও বলছেন অনেকে। 

মন্তব্যসাতদিনের সেরা