kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

চলে গেলেন সৌমিত্রের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়

অনলাইন ডেস্ক   

৪ এপ্রিল, ২০২১ ১৮:২৮ | পড়া যাবে ১ মিনিটেচলে গেলেন সৌমিত্রের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়

ভারতের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টপাধ্যায় প্রয়াত হয়েছিলেন গত বছর ১৫ নভেম্বর। আর রবিবার ভোর রাতে চলে গেলেন তাঁর স্ত্রী দীপা চট্টোপাধ্যায়ও। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। কলকাতার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীপা চট্টোপাধ্যায়ের ময়ে পৌলমী মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘বাবার পর মা-ও চলে গেলেন। হাসপাতালে শুয়ে বলছিলেন, এবার আমায় যেতে দাও।’ 

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত ৪৫ ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন দীপা চট্টপাধ্যায়। পরিবার সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তির পর তাঁর কিডনির সমস্যাও ধরা পড়ে। শেষ পর্যন্ত জীবনযুদ্ধ থেমে গেল তাঁর।

সূত্র: দ্য ওয়াল।সাতদিনের সেরা