kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

কিয়ারার পর এবার টপলেস ছবিতে ঝড় তুললেন পরিণীতি

অনলাইন ডেস্ক   

৩ এপ্রিল, ২০২১ ১১:১৫ | পড়া যাবে ১ মিনিটেকিয়ারার পর এবার টপলেস ছবিতে ঝড় তুললেন পরিণীতি

২০১১ সালে এ যখন লেডিস ভার্সেস রিকি বহল সিনেমা দিয়ে বলিটাউনে পা রাখেন মিষ্টি পেয়ে পরিনীতি চোপড়া। এবার তিনিই ঝড় তুলেছেন ফটোশ্যুট দিয়ে। টপলেস ফটোশ্যুটে ধরা পড়েছেন এই লাস্যময়ী অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে পরিণীতা অভিনীত সাইনা নেহওয়ালের বায়োপিক সাইনা। এরই মধ্যে ডাব্বু রতনানির ফোটোশ্যুটে ভক্তহৃদয়ে ঝড় তুলেছেন নায়িকা। টপলেস অবস্থায় একটি হলুদ হলুদ রঙের ঠেলা গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছে তাকে।

নিজের ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন ফটোগ্রাফার ডাব্বু। ক্যাপশনে লিখেছেন, হিচ ইওর ওয়াগন টু এ স্টার। গত বছর অভিনেত্রী কিয়ারা আডবানির টপলেস ফটো শুট করেছিলেন ডাব্বু রতনানি।সাতদিনের সেরা