kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়ালেন বিদ্যা বালান

অনলাইন ডেস্ক   

২ এপ্রিল, ২০২১ ১৪:১৮ | পড়া যাবে ১ মিনিটেইনস্টাগ্রামে উষ্ণতা ছড়ালেন বিদ্যা বালান

গুণী অভিনেত্রী হিসেবে সুনাম আছে বিদ্যা বালানের। তবে এই বলিউড সুন্দরীর ভক্ত-অনুরাগীদের অনুযোগ, তিনি নাকি শুধুই ভারতীয় পোশাকে সুন্দরী। ভক্তদের অনুযোগের জবাব দিতে এবার তাই পাশ্চাত্যের পোশাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়ালেন বিদ্যা। পান্না সবুজ শিমার স্লিট গাউনে খোলা তার বক্ষ বিভাজিকার এক ভিডিওতেই মাত করে দিয়েছেন তিনি।

প্রথমে বাড়িতে ক্যাটওয়াকের মতো করে হাঁটেন সুন্দরী এ অভিনেত্রী। গায়ে ছিল বাসন্তী রঙ মাটি ছোঁয়া আনারকলি। দেশিও পোশাকের পরই পাশ্চাত্যের পোশাকে আসেন তিনি। ক্যাপশন, 'সবাই বলেন, আমি নাকি শুধু ভারতীয় পোশাকেই সাজি!' আর এভাবেই চোখ ধাঁধিঁয়ে দেন বিদ্যা। ছোট্ট ওই ভিডিওর ভিউ সোয়া দুই লাখ ছাড়িয়েছে! 

ভিডিওটিতে ভক্তদের মন্তব্যও চোখে পড়ার মতো। কেউ বলেছেন, 'তোমাকে ভালোবাসার অনেক কারণ আছে। তোমার সুন্দর হাসি, তোমার সরলতা আর তোমার নরম মন প্রতি মুহূর্তে তোমার আকর্ষণ বাড়ায়।' 

একজন হিন্দিভাষী আবার বিদ্যার 'দেশি গার্ল' লুক বেশি পছন্দের কথা জানিয়ে লিখেছেন, 'দোপাট্টা নিয়ে হাঁটা, হাতের ঈশারা- এসব মিলিয়ে বিদ্যা বালন। এখন বুঝতে পারছি কেন ভূকম্প হয়! সুনামি আসে।'সাতদিনের সেরা