kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

ছবি পোস্ট করে সমালোচনার কবলে ঐন্দ্রিলা

অনলাইন ডেস্ক   

২৯ মার্চ, ২০২১ ১৩:৪৩ | পড়া যাবে ২ মিনিটেছবি পোস্ট করে সমালোচনার কবলে ঐন্দ্রিলা

কিছুদিন আগে গিয়েছিলেন বরফের দেশে। এবার ঐন্দ্রিলাকে নিয়ে সোজা মালদ্বীপে পাড়ি দিয়েছিলেন অঙ্কুশ। কখনো পড়ন্ত বেলার সৌন্দর্য উপভোগ করছেন, কখনো আবার নীল জলের ভেতরের রহস্য খুঁজে বেড়াচ্ছেন টলিউডের ম্যাজিক ম্যান। আর রেড হট বিকিনিতে সাদা বালিতে উষ্ণতা ছড়াচ্ছেন ঐন্দ্রিলা।

ইন্টারনেট দুনিয়ার অনেকেরই পছন্দ হয়েছে ঐন্দ্রিলার এই বোল্ড চেহারা। তবে কেউ কেউ কটাক্ষও করেছেন। ভারচুয়াল মাধ্যমের আড়ালে অশালীন মন্তব্য করতেও ছাড়েননি।

ট্রোলকে কখনোই বিশেষ পাত্তা দেননি টলিউডের তারকা যুগল। এবারও সেই ধারা অব্যাহত রেখেছেন। প্রেমিকার ছবির ক্যাপশনে অঙ্কুশ শুধু লিখেছেন, 'যখন কেউ সূর্যাস্তের পর উষ্ণতা বজায় রাখার দায়িত্ব নিয়ে নেয়…'

এভাবেই মালদীপ ভ্রমণ উপভোগ করছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। একের পর এক ছবি ও ভিডিও আপলোড করে চলেছেন। ভিডিও পোস্ট করে নিজের থাকার বিলাসবহুল ঘরটিও দেখিয়েছেন অনুরাগীদের। আবার স্কুবা ডাইভিংয়ের ভিডিও পোস্ট করেছেন। ঐন্দ্রিলাও প্রতিটি মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন। আর তা সোশ্যাল মিডিয়ায়ও শেয়ার করেছেন।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দুই তারকা জুটির প্রথম ছবি ‘ম্যাজিক’।  করোনা পরিস্থিতি ও ভোটের আবহের মধ্যেও ছয় সপ্তাহ পেরিয়ে সিনেমা হলে চলছে ছবিটি। সেই সাফল্যই বোধ হয় উদযাপন করে মালদীপে পাড়ি দিয়েছেন তারকা যুগল। ফিরে এসে আবার শুটিংয়ের কাজে যোগ দেবেন। 

শোনা গেছে,  আরো একটি ছবিতে জুটি হিসেবে কাজ করবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।  কবে সেই সিনেমার শুটিং শুরু করবেন? সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। অবশ্য নিজের লেডি লাভের সঙ্গে যে তিনি আবারও কাজ করতে মুখিয়ে রয়েছেন, সে কথা আগেই জানিয়েছেন অঙ্কুশ। সাতদিনের সেরা