kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

এখন যেখানে যেমন সেই নায়িকা ময়ূরী

অনলাইন ডেস্ক   

২৩ মার্চ, ২০২১ ১৮:১৯ | পড়া যাবে ২ মিনিটেএখন যেখানে যেমন সেই নায়িকা ময়ূরী

ময়ূরী। ময়ূরী বাংলা চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত নাম। নব্বইয়ের দশকের শেষভাগ ও শূন্য দশকের শুরুর দিকে বাংলা চলচ্চিত্রে কালো শব্দের আস্তরণ পড়ে যায়। সে সময় পর্দায় সক্রিয় ছিলেন ময়ূরী। যার কারণে সমালোচনা কম শুনতে হয়নি। তবে ময়ূরী চলচ্চিত্রে আর নেই।  ১৩ বছর আগে সর্বশেষ চলচ্চিত্রের শেষ কাজটি করেছিলেন। 

এরপর সংসারজীবনে মনোযোগী হয়েছেন। ২০১৭ সালের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তৃতীয়বারের মতো বিয়ে করেছেন ময়ূরী। পেশায় মাদরাসার শিক্ষক নতুন স্বামী মোহাম্মদ জুয়েল আহমেদকে নিয়ে সুখেই আছেন তিনি।

সোশ্যাল মিডিয়ার সময়টাতে ময়ূরী বেশ সক্রিয়। নিজের সংসারজীবন, আনন্দ-দুঃখ শেয়ার করছেন। তবে সম্প্রতি অদ্ভুত এক তথ্য শেয়ার করলেন ময়ূরী। তিন বছর ধরে শাড়ি পরেন না নাকি সাবেক এই নায়িকা। নিজের শাড়ি পরে সাজ চেহারার একটি ছবি পোস্ট করে ময়ূরী ফেসবুকে সেই ছবি পোস্ট করেছেন। লিখেছেন তিন বছর পর শাড়ি পরলাম।'

ঠিক এমনই টুকরো টুকরো অনুভূতি, ঘটনা ময়ূরী শেয়ার করেন। ১৩ বছর আগে চলচ্চিত্র ছাড়লেও এখনো চলচ্চিত্রের মানুষদের সঙ্গে তার যোগাযোগ হয়। 
কালের কণ্ঠকে ময়ূরী বলেন, 'আমি চলচ্চিত্র ছেড়েছি ২০০৮ সালে। এরপর আমি শুধু একটা চলচ্চিত্র করেছি। এখন চলচ্চিত্রে নেই। পরিবার-সংসার নিয়েই আছি। তা ছাড়া আমি আমেরিকায় থাকি, সেখানে যাওয়া-আসা করি।'

ময়ূরীর দুই সন্তান, তাদের নিয়ে এখন সমস্ত চিন্তা-ভাবনা। এই নায়িকা কালের কণ্ঠকে বলেন, 'আমার যারা ভক্ত রয়েছেন, আমার জন্য দোয়া করবেন। আমার দুই বাচ্চা রয়েছে, তাদের জন্য দোয়া করবেন- ভক্তদের কাছে এটাই আমার চাওয়া।'

সময়ের চলচ্চিত্র নিয়েও ভাবেন এই নায়িকা। শাকিব খান ঢাকাই চলচ্চিত্রে থাকার কারণেই ময়ূরী মনে করেন এখন যথেষ্ট ভালো সিনেমা হচ্ছে। কালের কণ্ঠকে বললেন, 'আমাদের শাকিব আছে, অবশ্যই ভালো সিনেমা তো হচ্ছেই।'সাতদিনের সেরা