kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

এক শো-এর জন্য ১০ কোটি রুপি

অনলাইন ডেস্ক   

১৯ মার্চ, ২০২১ ১৬:১৪ | পড়া যাবে ১ মিনিটেএক শো-এর জন্য ১০ কোটি রুপি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। এবার তিনি আলোচনায় এসেছেন এক শো-এর উপস্থাপনার জন্য পারিশ্রমিক নিয়ে। 

জানা গেছে, ‘এভারু মেলো কোটিস্বরুলু’ শোর সঞ্চালক হচ্ছেন তিনি। এই শোর প্রোমো প্রকাশের পর ছোট পর্দার দর্শকের নজর কেড়েছেন এ তারকা।

এর আগে ‘বিগ বস তেলেগু’ একটি শোয়ে উপস্থাপনা করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান এই অভিনেতা।  শোটি ছোট পর্দায় শুরু হতে পারে এপ্রিল থেকে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এরই মধ্যে নতুন গুঞ্জন অন্তর্জালে ঝড় তুলেছে। খবর, শো সঞ্চালনার জন্য জেমিনি টিভি জুনিয়র এনটিআরকে বড় অঙ্কের পারিশ্রমিক প্রস্তাব দিয়েছে।

ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায়, ওই শো সঞ্চালনার জন্য জুনিয়র এনটিআর ১০ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি কমপক্ষে ৫০ পর্ব এবং সর্বোচ্চ ৬০ পর্ব উপস্থাপনা করবেন। শোতে সুপারস্টার রাম চরণ ও পরিচালক এস এস রাজামৌলিকে দেখা যেতে পারে।

মন্তব্যসাতদিনের সেরা