kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

এবার রাখি সাওয়ান্তকে নিয়ে তৈরি হবে বায়োপিক!

অনলাইন ডেস্ক   

৬ মার্চ, ২০২১ ১১:১৯ | পড়া যাবে ১ মিনিটেএবার রাখি সাওয়ান্তকে নিয়ে তৈরি হবে বায়োপিক!

এম এস ধোনি বা সঞ্জয় দত্তকে নিয়ে যখন বলিউড বায়োপিক তৈরির কথা ঘোষণা করেছিল তখন বেশ  সমালোচনার হিড়িক পরে গিয়েছিল। যদিও এরপর অন্য কারো বায়োপিক তৈরির বিষয়টি নিয়ে তেমন আলোচনা হয়নি। তবে এবার রাখি সাওয়ান্তের বায়োপিক তৈরির খবর নিয়ে আপাতত বলিউডে বেশি তুলকালাম চলছে।

রাখি মূলত নানা বিতর্কিত কথা বলে নিজেকে আলোচনার তালিকায় রাখেন। বিগ বসে  এসেও তাই করেছেন।  বিগ বস চলাকালীন রাখি অন্য প্রতিযোগীদের নিয়ে নানা কথা বলে আলোচনায় থাকতেন। রাখি সম্প্রতি জানিয়েছেন যে বলিউডের বর্ষীয়ান কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার তাঁর একটা বায়োপিক বানাতে আগ্রহী। এই নিয়ে কথা পাকা করার জন্য তিনি ফোন করে রাখিকে নিজের বাড়িতে আসতেও বলেছিলেন। পরে করোনাকালীন পরিস্থিতিতে সেই বৈঠক আর হয়ে ওঠেনি।

তবে যতক্ষণ না জাভেদ মুখ খুলছেন ততক্ষণ কিছু জানা যাচ্ছে না। রাখি বলছেন, সিনেমা তৈরি হলে আলিয়া ভাট তার ভূমিকায় অভিনয় করবেন। তবে আলিয়া রাজি না হলে দীপিকা, প্রিয়াঙ্কা বা কারিনা এই তিনজনের যেকোন কেউ অভিনয় করুক এটাই তার ইচ্ছা।

মন্তব্যসাতদিনের সেরা