kalerkantho

শনিবার । ২৭ চৈত্র ১৪২৭। ১০ এপ্রিল ২০২১। ২৬ শাবান ১৪৪২

মা হতে যাচ্ছেন শ্রেয়া ঘোষাল

অনলাইন ডেস্ক   

৫ মার্চ, ২০২১ ১৮:৫৭ | পড়া যাবে ১ মিনিটেমা হতে যাচ্ছেন শ্রেয়া ঘোষাল

মা হতে যাচ্ছেন জনপ্রিয় বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল। স্যোশাল মিডিয়ায় বেবি বাম্পের মিষ্টি একটি ছবি পোস্ট করে নিজেই সংসারে নতুন অতিথি আসার এই সুখবর জানান শ্রেয়া। খবর হিন্দুস্তান টাইমস এর।

আজ সকালে ছবিটি শেয়ার করে তিনি লেখেন, ‘শিশু শ্রেয়াদিত্য আসছে। আপনাদের এই খুশির সংবাদ দিতে পেরে শিলাদিত্য ও আমি খুব উচ্ছ্বসিত। জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছি। এ মুহূর্তে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই। ’
 
উল্লেখ্য, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি শিলাদিত্যের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রেয়া ঘোষাল। তার স্বামী পেশায় তথ্য প্রযুক্তি কর্মী, একটি ওয়েবসাইটের যুগ্ম কর্মকর্তা। বিয়ের আগে দশ বছর চুটিয়ে প্রেম করেছেন তারা। 

মন্তব্যসাতদিনের সেরা