kalerkantho

মঙ্গলবার । ৩০ চৈত্র ১৪২৭। ১৩ এপ্রিল ২০২১। ২৯ শাবান ১৪৪২

কঙ্গনার বিরুদ্ধে জবানবন্দি দিলেন হৃতিক

অনলাইন ডেস্ক   

২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৫৪ | পড়া যাবে ২ মিনিটেকঙ্গনার বিরুদ্ধে জবানবন্দি দিলেন হৃতিক

প্রায় চার ঘণ্টা ধরে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে জবানবন্দি দিলেন হৃতিক রোশন। শনিবার সকাল ১১.৪৫-এর দিকে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসে পৌঁছান হৃতিক। কালো টি-শার্ট পরে গিয়েছিলেন এই অভিনেতা। মাথায় ছিল কালো টুপি। মুখও ঢাকা ছিল কালো মাস্কে। বিকেল ৪টা পর্যন্ত তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। তারপরই ক্রাইম ব্রাঞ্চের অফিস ছাড়েন এই তারকা।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘কৃশ ৩’। সেই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন হৃতিক ও কঙ্গনা। তারপর থেকেই দু’জনের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। কঙ্গনার অভিযোগ ছিল, মিথ্যে কথা বলে তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন হৃতিক। তখন তিনি সুজানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন। কঙ্গনা সেই সময় দাবি করেছিলেন, হৃতিকই নাকি মেইল পাঠাতেন তাঁকে। কঙ্গনার অভিযোগ নিয়ে প্রকাশ্যে সেভাবে কখনও মন্তব্য করেননি হৃতিক। কিন্তু ২০১৬ সালে কঙ্গনার বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ করেন এই বলিউড তারকা। অনলাইনে হেনস্তার অভিযোগ আনেন। পরে সেই মামলা ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটে স্থানান্তরিত করা হয়। 

শুক্রবারই ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের পক্ষ থেকে হৃতিককে হাজিরা দেওয়ার জন্য সমন জারি করা হয়। সেই কথা মেনেই শনিবার হাজিরা দিতে যান অভিনেতা। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কঙ্গনা ও হৃতিকের সম্পর্ক নিয়েও প্রশ্ন করা হয়েছে হৃতিককে। ধৈর্য ধরে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। 

এদিকে, শুক্রবার হৃতিকের জবানবন্দি রেকর্ড করার খবর প্রকাশ্যে আসতেই সেই খবর শেয়ার করে ‘প্রাক্তন প্রেমিক’কে একহাত নেন কঙ্গনা রানাউত। টুইটারে তিনি লেখেন, সারা পৃথিবী কোথা থেকে কোথায় পৌঁছে গেল আর আমার নির্বোধ প্রাক্তন এখনও সেই মোড়েই পড়ে রয়েছে যেখানে সময় আর কখনই ফিরে যাবে না।

সূত্র: সংবাদ প্রতিদিন।

মন্তব্যসাতদিনের সেরা