kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

টিকা নিলেন মৌসুমী ও ওমর সানি

অনলাইন ডেস্ক   

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:০৩ | পড়া যাবে ২ মিনিটেটিকা নিলেন মৌসুমী ও ওমর সানি

চলচ্চিত্র অঙ্গন থেকে করোনাভাইরাসের টিকা নিলেন চিত্রনায়িকা মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানি। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিএনএস হাজী মহসিন হাসপাতালে এই তারকা দম্পতি টিকার প্রথম ডোজ নেন। 

ভ্যাকসিন নেওয়ার পর ওমর সানি ফেসবুকে ছবি প্রকাশ করে লেখেন, 'আলহামদুলিল্লাহ। আজ কভিড-১৯-এর টিকার ১ম ডোজ নিয়েছি। দেশবাসীকে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে কভিড টিকা নেওয়ার জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ’

মৌসুমী  ও ওমর সানির সঙ্গে আরো টিকা নেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, পরিচালক জাহিদ হোসেনসহ তাদের পরিবার।

একই দিন করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে টিকা নিয়েছেন নন্দিত সংগীতশিল্পী ও গায়ক তাহসান খান। ভ্যাকসিন নেওয়ার পর সম্মুখসারির নায়কদের ধন্যবাদ জানান তিনি।  

এর আগে বিনোদন অঙ্গন থেকে টিকা নিয়েছেন উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা, তাঁর স্বামী ও চিত্রনায়ক আলমগীর, সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, নাট্যজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, অভিনেতা মামুনুর রশীদ, তারিক আনাম খান, অভিনেত্রী নিমা রহমান, রকস্টার জেমস, চিত্রনায়ক নাইম, চিত্রনায়িকা শাবনাজ, অভিনেতা চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু ও অভিনেত্রী তারিনসহ অনেকে।

মন্তব্যসাতদিনের সেরা