হুইলচেয়ারে বসে বিমানবন্দরে ঢুকছেন কপিল শর্মা। সেই ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। হুইলচেয়ারে বসে কপিল শর্মা যখন বিমানবন্দরে ঢুকছেন, সেই সময় পাপারাৎসিকে দেখে চিৎকার করে ওঠেন কপিল। শুধু তা-ই নয়, পাপারাৎসিকে দেখে 'উল্লু কে পাঠ্ঠে' বলে তিরস্কার করে ওঠেন অভিনেতা। টেলিভিশনের জনপ্রিয় কৌতুকশিল্পীর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
কপিল শর্মার ওই ভিডিও প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে যায়। যদিও ওই ভিডিও প্রকাশ্যে আসার পর যখন জোরদার আলোচনা চলছে, তখন এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করেননি কপিল শর্মা। এদিকে পাপারাৎসিকে দেখে কপিল শর্মা চিৎকার করে উঠলেও, কৌতুকশিল্পী যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সে বিষয়ে প্রার্থনা জানানো হয়।
এদিকে দ্য কপিল শর্মা শো ফেব্রুয়ারির মধ্য সময়ে বন্ধ হয়ে যায়। কেন কপিলের শো বন্ধ হচ্ছে, তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠলেও টেলিভিশনের কৌতুকশিল্পী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে তবেই কপিল ফের শুটিং ফ্লোরে ফিরবেন বলে জানা যাচ্ছে।
যদিও দ্য কপিল শর্মা শো-এর নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানের ফরম্যাটে কিছু পরিবর্তন করে তবেই ফের তা দর্শকদের সামনে তুলে ধরা হবে। প্রসংগত কপিলের শোয়ে কিকু সারদা, ক্রুষ্ণা অভিষেকের পাশাপাশি দেখা মেলে ভারতী সিংয়েরও। জি-নিউজ।
মন্তব্য