জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক মুস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন নিশাত নাওয়ার সালওয়া। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত এই নায়িকা অভিনেত্রী কবরী সারোয়ারের ‘এই তুমি সেই তুমি’তেও অভিনয় করেছেন। হাতে আছে শামীম আহমেদ রনীর ‘বুবুজান’।
এর মধ্যে নতুন আরেকটি ছবিতে চূড়ান্ত হয়েছেন তিনি। পুজন মজুমদারের ‘পিয়া রে’ ছবিতে দেখা যাবে তাঁকে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে শুটিং।
সালওয়া বলেন, ‘আমি ভিন্নধর্মী গল্পে অভিনয় করতে পছন্দ করি। এই গল্পটি একজন ডাকাতকে নিয়ে। চর এলাকায় হবে শুটিং। এর আগে কখনো এই ধরনের লোকেশনে শুটিং করা হয়নি। নতুন একটা অভিজ্ঞতা হবে। গল্পে আমাকে দেখা যাবে বারবার ফেল করা এক ছাত্রীর চরিত্রে।’
মন্তব্য