ফের নানা হলেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মেয়ে অলিজা মনোয়ার কন্যাসন্তানের জন্ম দেন। এর আগে ২০১৯ সালে পুত্রসন্তানের মা হন তিনি।
অলিজা নিজেই সুসংবাদটি জানিয়েছেন। তিনি মেয়ের নাম রেখেছেন ওরাহ রহমান ওযজি। মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন।
কন্যার সঙ্গে ছবি প্রকাশ করে অলিজা ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্। আমাদের কন্যাসন্তান হয়েছে। দেখুন–ওরাহ রহমান ওযজি’-কে। মনোয়ার পরিবারের প্রথম নাতনি। আমাদের জন্য প্রার্থনা করবেন। আল্লাহ হুম্মা বারিকলানা।’
২০১৮ সালের ১৯ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে গাঁটছড়া বাঁধেন ওলিজা ও অর্পণ রহমান। নানা সময় এ দম্পতি দেশ-বিদেশ ঘুরে বেড়ান এবং সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেন ফেসবুকে।
লিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন। এ ছাড়া ফিল্ম অ্যান্ড মিডিয়া ও মেকআপ বিষয়ে পড়াশোনা করেছেন। ‘মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে ঢাকায় তার একটি প্রতিষ্ঠান রয়েছে।
এ ছাড়া পরিচালনার সঙ্গেও যুক্ত হয়েছেন অলিজা। ২০১৭ সালে বাবা ডিপজলকে নিয়ে ‘মেঘলা’ নামে একটি হরর সিনেমার শুটিং শুরু করেছিলেন তিনি। সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি। তাদের প্রথম পুত্রসন্তান ওলসায় রহমান ২০১৯ সালে ৯ নভেম্বর জন্মগ্রহণ করে।
মন্তব্য