kalerkantho

সোমবার । ১৬ ফাল্গুন ১৪২৭। ১ মার্চ ২০২১। ১৬ রজব ১৪৪২

এবারের অস্কারের পথে বিদ্যার ‘নটখট’

অনলাইন ডেস্ক   

৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:২৪ | পড়া যাবে ১ মিনিটেএবারের অস্কারের পথে বিদ্যার ‘নটখট’

চলতি বছরের অস্কার পুরস্কারে ‘বেস্ট শট ফিল্ম’ বিভাগে মনোনীত হয়েছে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের ‘নটখট’। লিঙ্গবৈষম্যের ওপর নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন শান ব্যাসে। প্রযোজনা করেছেন বিদ্যা নিজেই।

সংবাদটি জানার পর বিদ্যা বালান টুইট বার্তায় বলেন, ‘আমি অত্যন্ত উচ্ছ্বসিত যে আমাদের ছবি নটখট অস্কার ২০২১-এর জন্য মনোনীত হয়েছে, অস্কারে মনোনয়ন অবশ্যই বাড়তি অনুপ্রেরণা’। সিনেমাটির সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যাবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, সিনেমাটিতে বিদ্যা ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী সানিকা। মুক্তির পর থেকেই ‘নটখট ভারতসহ ভারতের বাইরেও বেশ কয়েকটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা