kalerkantho

শনিবার । ২১ ফাল্গুন ১৪২৭। ৬ মার্চ ২০২১। ২১ রজব ১৪৪২

এবার গায়ক বেশে সৃজিত মুখার্জি, ভিডিও পোস্ট মিথিলার

অনলাইন ডেস্ক   

১৬ জানুয়ারি, ২০২১ ১১:১৫ | পড়া যাবে ১ মিনিটেএবার গায়ক বেশে সৃজিত মুখার্জি, ভিডিও পোস্ট মিথিলার

পরিচালক ছাড়াও সৃজিত মুখোপাধ্যায় যে অনেক প্রতিভার অধিকারী সেকথার প্রমাণ মিলেছে। আর তা উঠে এসেছে সৃজিতের স্ত্রী রাফিয়াত রাশিদ মিথিলার সোশ্যাল মিডিয়ায়।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হয়েছিল 'সিনেমার জন্য গান, গানের জন্য সিনেমা' বলে একটি বিশেষ অনুষ্ঠান। সেখানেই গায়ক অনুপম রায়ের সঙ্গে গান গাইতে শোনা গিয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। এখানে সৃজিতকে পরিচালক না বলে গায়ক বললেই ভালো হয়। পেশাদার গায়কের মতোই নিখুঁতভাবেই গান গাইতে শোনা গেল তাকে। নিজেরই জনপ্রিয় সিনেমা '২২ শ্রাবণ' এর 'গভীরে যাও' গানটিই অনুপম রায়ের সঙ্গে মিলেয়ে গেয়েছেন সৃজিত। আর সেই মহূর্তটি উঠে এসেছে সৃজিতপত্নী মিথিলার ইস্টাগ্রামে। ভিডিও করেছেন পরিচালক রাজ চক্রবর্তী।

সিনেমার জন্য গান, গানের জন্য সিনেমা অনুষ্ঠানে সৃজিত-মিথিলা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, গায়ক শিলাজিৎ, গায়িকা জয়তী চক্রবর্তী, উজ্জয়িনী মুখোপাধ্যায়।

সূত্র: জি নিউজ

মন্তব্যসাতদিনের সেরা