কলকাতার তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওয়েব সিরিজে নাম লেখাতে যাচ্ছেন । ‘স্টারডাস্ট’ শিরোনামের ওয়েব সিরিজে প্রসেনজিতের বিপরীতে কাজ করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি।
সম্ভাব্য আট থেকে নয় পর্বের এই ওয়েব সিরিজটি পরিচালনা করতে যাচ্ছেন নেটফ্লিক্সের ‘স্যাকরেড গেমস’ খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিরিজটিতে সিনেমাজগতের এক সত্য ঘটনা অবলম্বনে চল্লিশের দশক থেকে কাহিনি শুরু হবে এবং আগামী চল্লিশ বছরের কাহিনি দেখা যাবে ওয়েবে।
এই সিরিজের শুটিং শুরু হওয়ার কথা ছিল গেল বছরের শেষে, তবে করোনার কারণে তা সম্ভব হয়নি। চলতি বছরের মার্চ বা এপ্রিলে এই ওয়েব সিরিজের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এই ওয়েব সিরিজ কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে, তা এখনো জানা যায়নি।
মন্তব্য