kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

এবার সালমানের সঙ্গে গান গাইলেন সানি লিওন

অনলাইন ডেস্ক   

১৩ জানুয়ারি, ২০২১ ১৫:৪৪ | পড়া যাবে ১ মিনিটেএবার সালমানের সঙ্গে গান গাইলেন সানি লিওন

জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসে আবারও  অতিথি হয়ে এসেছেন সানি লিওন। এবার চিকিৎসকের বেশে এসেছিলেন সানি লিওন। প্রতিযোগীদের রোগ নিরাময়ের জন্যই মূলত ডাক্তার বেশে এসেছিলেন সানি।

রাগিণী এমএমএস খ্যাত নায়িকা সানি লিওনকে বিগ বসে স্বাগত জানিয়েছেন সালমান খান। পরে সালমান খান ও সানি লিওন মিলে অনেক হাস্যরসাত্মক মুহূর্ত প্রতিযোগীদের উপহার দেন।

কিন্তু তার পরেই শুরু হয় বিব্রতকর পরিস্থিতি। সালমান খানের সঙ্গে একসঙ্গে গান গেয়ে শোনান সানি লিওন। তারপর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে লেখেন আমি গায়িকা নয়, তবে সালমান খানের চেয়ে আর ভালো শিক্ষককে হতে পারে। সেই সঙ্গে সালমানকে ধন্যবাদ জানিয়েছেন সানি। ভিকরাম ভাটের অনামিকা ওয়েব সিরিজ নিয়ে এখন ব্যস্ত আছেন জিসম-২-এর নায়িকা সানি লিওন।

সূত্র : এশিয়া নেট নিউজ।

মন্তব্যসাতদিনের সেরা