kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

প্রমা শেখের নতুন গানের ভিডিও

অনলাইন ডেস্ক   

১২ জানুয়ারি, ২০২১ ১৭:২৯ | পড়া যাবে ১ মিনিটেপ্রমা শেখের নতুন গানের ভিডিও

নতুন বছরে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তরুণ কণ্ঠশিল্পী প্রমা শেখ। গানটির শিরোনাম ‘ভাঙচুর’। সোমেশ্বর অলির কথায় গানটির সুর ও সংগীত করেছেন কিশোর দাস। রোমান্টিক ঘরানার এ গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কক্সবাজারে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর ভিডিওতে অভিনয়ও করেছেন প্রমা। ভিডিওতে তার সঙ্গে ছিলেন মডেল আব্বাসি। 

গানটি প্রকাশিত হয়েছে এস এস মিউজিক ক্লাব এর ইউটিউব চ্যানেলে। কক্সবাজারে চমৎকার কিছু লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানটি প্রসঙ্গে প্রমা বলেন, ‘করোনার সময়ে গানটি করেছি। অনেক প্রতিকূলতার মধ্যে গানটির কাজ করেছি। গানটির ভিডিওতে আব্বাসি অনেক ভালো অভিনয় করেছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন

মন্তব্যসাতদিনের সেরা