kalerkantho

রবিবার । ১৫ ফাল্গুন ১৪২৭। ২৮ ফেব্রুয়ারি ২০২১। ১৫ রজব ১৪৪২

বলিউডে নতুন প্রেমের গুঞ্জন, ক্যামেরাবন্দি কার্তিক-জাহ্নবী

অনলাইন ডেস্ক   

৯ জানুয়ারি, ২০২১ ১২:২৪ | পড়া যাবে ১ মিনিটেবলিউডে নতুন প্রেমের গুঞ্জন, ক্যামেরাবন্দি কার্তিক-জাহ্নবী

বলিউডে শুরু হয়েছে  নতুন প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেম করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। একান্তে নতুন বছর উদযাপন করতে গোয়া গিয়েছিলেন কার্তিক- জাহ্নবী।সেখানের কিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

জাহ্নবী-কার্তিকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পর সবাই বলছেন তারা কি একে অপরের সঙ্গে যুক্ত রয়েছেন? আবার কেউ কেউ বলছেন জাহ্নবী-কার্তিক নতুন ছবির শ্যুটিংয়ে গোয়া গিয়েছিলেন। তারা এই মুহূর্তে দোস্তানা-২ সিনেমার  শুটিং করছেন।

তবে যাই করেন না কেন গোয়ার রিসর্টে তাদের একান্তে সময় কাটাতে দেখা গেছে। এসময় অনুরাগীরা তাদের ঘিরে ফেলেন। কার্তিকের পরনে ছিল ট্রাউজার ও সাদা ক্যাজুয়াল শার্ট। আর জাহ্নবীর পরনে ছিল কালো ক্রপ টপ ও ডেনিমের প্যান্ট। দুজনের মুখেই ছিল কালো মাস্ক। তারপর নিমেষে ক্যামেরাবন্দি হন তারা।

কিছুদিন আগেও কার্তিক আরিয়ান ও জাহ্নবী কাপুরের একান্তে সময় কাটানোর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল। 

সূত্র: জি নিউজ

মন্তব্যসাতদিনের সেরা