বছর শেষে 'আসবে কবে সুদিন' শিরোনামের নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন ইমরান খন্দকার। আমি তো আর নাই রে আমার/তোমার মাঝে বিলীন/মনের কথা কইলে কেনো মুখটা করো মলিন/আশায় আশায় থাকি তোমার/কবে তুমি হইবা আমার/আসবে কবে সুদিন।
ফোক ঘরানার এই গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, গাওয়ার পাশাপাশি গানটি সুর করেছেন শিল্পী নিজেই ও সংগীতায়োজন করেছেন শোভন রায়। ৩০ ডিসেম্বর সন্ধ্যায় এই শিল্পীর নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে গানটি।
নতুন গান প্রকাশ সম্পর্কে ইমরান খন্দকার বলেন, করোনাকালে স্টেজ শোর ব্যস্ততা না থাকায় বেশ কয়েকটি গান রেডি করেছি, যার মধ্যে এই গানটি অন্যতম। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। ভিডিওটি ইমরান খন্দকারের ইউটিউব চ্যানেলে দেখা যাবে। এ ছাড়া শ্রোতারা শুনতে পারবেন জিপি মিউজিক, বাংলালিংক ভাইব অ্যাপ ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফরমে।
মন্তব্য