kalerkantho

বৃহস্পতিবার । ১২ ফাল্গুন ১৪২৭। ২৫ ফেব্রুয়ারি ২০২১। ১২ রজব ১৪৪২

পানিতে ডুবে অভিনেতার মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক   

২৭ ডিসেম্বর, ২০২০ ১৩:১৬ | পড়া যাবে ১ মিনিটেপানিতে ডুবে অভিনেতার মর্মান্তিক মৃত্যু

পানিতে ডুবে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অনিল নেডুমঙ্গদের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। অনিলের মৃত্যুতে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি শোকস্তব্ধ।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, কেরালায় অনিল নেডুমঙ্গদ শুটিং করতে গিয়েছিলেন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন জোজু জর্জ। অনিলও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। শুক্রবার শুটিংয়ের শেষে বন্ধুদের সঙ্গে মলাঙ্কারা বাঁধে স্নান করতে নামেন অনিল। একপর্যায়ে পানির তোড়ে ডুবে যান ৪৮ বছর বয়সী এই অভিনেতা।

সুপারস্টার পৃথ্বীরাজ লিখেছেন, ‘কিচ্ছু বলার নেই। প্রার্থনা করব, তুমি যেন শান্তি পাও।’ দুলকার সালমান লিখেছেন ‘অর্থ খুঁজে পাচ্ছি না কিছু। বড্ড কষ্ট হচ্ছে। অনিল, তোমার আত্মার শান্তি কামনা করি। তোমার পরিবার যেন এই পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি পায়, তার কামনা করি।’

‘কম্মটিপদম’, ‘পভাড়া’, ‘আয়াপ্পানাম কোশিয়াম’ ইত্যাদি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন অনিল। ফেব্রুয়ারি মাসে তার শেষ ছবিটি মুক্তি পেয়েছিল, ‘পাপম ছেয়াথাভর কাল্লেরিইয়াত্তে’।

মন্তব্যসাতদিনের সেরা