kalerkantho

বৃহস্পতিবার । ১২ ফাল্গুন ১৪২৭। ২৫ ফেব্রুয়ারি ২০২১। ১২ রজব ১৪৪২

অন্তঃসত্ত্বা নন নেহা কক্কর? ছবির পেছনের রহস্য কী?

অনলাইন ডেস্ক   

১৯ ডিসেম্বর, ২০২০ ১৩:০৩ | পড়া যাবে ১ মিনিটেঅন্তঃসত্ত্বা নন নেহা কক্কর? ছবির পেছনের রহস্য কী?

নেহা কক্করের বেবি বাম্প দেখে শুক্রবার সকাল থেকেই জল্পনা কল্পনা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। রোহনপ্রীত সিং যখন নেহা কক্করের বেবি বাম্পের ছবি শেয়ার করেন, তারপর থেকেই আলোড়ন তৈরি হয়, উঠতে থাকে বিভিন্ন প্রশ্ন।

ওই ছবি শেয়ারের কয়েক ঘণ্টার মধ্যে ফের নতুন ছবি শেয়ার করেন রোহনপ্রীত সিং। যেখানে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় নেহা কক্করকে। যেখানে হলুদ রঙের লেহঙ্গায় দেখা যায় নেহাকে। ওই ছবি দেখার পর নেটিজেনদের আলোচনা সমালোচনায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। মুহূর্তের মধ্যে বেবি বাম্প কোথায় গেলো এই নিয়ে তৈরি হয় প্রশ্ন।

অবশ্য এত সমালোচনার ভিড়েও কোন মন্তব্য করেননি রোহনপ্রীত। পরবর্তীতে জানা যায় নতুন অ্যালবাম  ‘খেয়াল রাখা কার’ এর কভারের জন্য বেবি বাম্পের ওই ছবি শেয়ার করা হয়। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে অ্যালবামটি।

অক্টোবর মাসে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেহা কক্কর।

মন্তব্যসাতদিনের সেরা